রাজধানীর পান্থপথে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। যুবকের নাম তুষার মাসুদ (৩২)।
শুক্রবার ভোরে গ্রিনরোড চৌরাস্তায় এ ঘটনা ঘটে। র্যাব দাবি করছে, তুষার গাড়ি ও মোটর সাইকেলে ছিনতাই চক্রের
‘হোতা’।র্যাব-২ এর উপ-অধিনায়ক সাইফুল করিম সাইফ জানান, একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হওয়ায় র্যাবের একটি টহল দল চালককে থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থামানোর জন্য গতি কমিয়েও হঠাৎ গাতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। র্যাব সদস্যরা মাইক্রোবাসটির পিছু নিলে গাড়িটি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। এতে তুষার মাসুদ মারা যায়।
No comments:
Post a Comment