মন্ত্রীরা এতো টাকা
পেল কোথায়, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল অব. অলি আহমদ।
বুধবার
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি এ প্রশ্ন রাখেন।
‘চলমান রাজনীতি: নিরপেক্ষ নির্বাচন, সরকারের
ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক
সভার
আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুহাম্মদ
সাইদুর রহমান।
কর্নেল
অলি বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) ২০০৯ সালে বলেছিলেন আপনার মন্ত্রীরা গরিব, তাই গাড়ি
কেনার সামর্থ নেই। এজন্য সরকারিভাবে গাড়ি দিয়েছেন। এখন আপনার মন্ত্রীরা গাড়িতে
৭০-৮০ লক্ষ টাকা বহন করে। তারা এতো টাকা পেল কোথায়।”
কর্নেল
অলি বলেন, “গরুর দুধ আমদানির নামে বছরে ৫০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়।
সব যায়গায় ছাত্রলীগ অস্থিরতা সৃষ্টি করছে। টেন্ডারের নামে দুর্নীতি করে বিমানকে
ধ্বংস করে দিয়েছে।”
No comments:
Post a Comment