রাজধানীর আগারগাঁও
এলাকায় বাসচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও অন্য দুই সদস্য আহত হয়েছেন। নিহতের নাম
বেলায়েত হোসেন (৩৫)। তিনি এএসআই হিসেবে শেরে বাংলানগর থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা
নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বার্তা২৪ ডটনেটকে জানান, রুমান পরিবহন
যোগে পাঁচটি গরু চুরি করে পালাচ্ছিল একদল চোর। আগারগাঁও
মোড়ে এএসআই বেলায়েতসহ অন্য
পুলিশ সদস্য গাড়িটিকে থামার সংকেত দিলে চালক পুলিশ সদস্যদের ওপর বাসটিকে উঠিয়ে
দেয়। বেলায়েতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সোয়া ছয়টার দিকে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় দুই কনস্টেবল আহত হন। তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
ওসি
আরো জানান, ঘাতক বাসটির হেলপার সেন্টুকে (২৫) বাস ও পাঁচটি গরুসহ আটক করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
No comments:
Post a Comment