Monday, April 16, 2012

ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ তিনটি মামলা স্থানান্তর


tri1.jpg (400×254)মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ তিনটি মামলা স্থানান্তর করেছেন ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল বিষয়টির শুনানি শেষে তা স্থানান্তরের নির্দেশ দেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা
মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা আব্দুল আলীমের মানবতাবিনেরাধী অপরাধ সংক্রান্ত মামলা ৩টি স্থানান্তর করা হয়। 
এদিকে মামলা স্থানান্তরের আদেশ ত্রুটিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম।

সোমবার মামলা স্থানান্তরের আদেশের পর আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘‘ট্রাইব্যুনাল-১ আজ সোমবার বিধি ১১এর (এ) অনুযায়ী তিনটি মামলা স্থানান্তর করে ট্রাইব্যুনাল-২ তে পাঠিয়েছেন। একইভাবে ট্রাইব্যুনাল-২কে সম পরিমাণ ক্ষমতা দেয়া হয়েছে মামলা স্থানান্তরের জন্য।’’

তিনি বলেন, ‘‘এভাবে যদি তারা মামলা স্থানান্তর করতে থাকে তাহলে ন্যায়বিচারে প্রতিবন্ধকতা তৈরি হবে।’’

তাজুল বলেন, ‘‘এ আইনে প্রসিকিউশন চাইলে মামলা স্থানান্তর করা যেতে পারে কিন্তু তাতে আসামিপক্ষকে কোনোরূপ সুযোগ সুবিধা দেয়ার কথা চিন্তা করা হয়নি। সুতরাং এ আইন সম্পূর্ণ ত্রুটিযুক্ত আইন।’’

অন্যদিকে প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, ‘‘ন্যায়বিচার এবং দ্রুতবিচারের স্বার্থে মামলা তিনটি স্থানান্তর করা হয়েছে।’’

১৫এপ্রিল রোববার চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মামলা স্থানান্তর সংক্রান্ত এ আবেদন দাখিল করেন।

No comments:

Post a Comment