বাংলাদেশের
সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র তৈরির কারখানা করার প্রস্তাব দিলেন তুরস্কের
প্রধানমন্ত্রী তায়্যেপ এরোদগান। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তুরস্কে তার সঙ্গে দেখা করলে তিনি এ প্রস্তাব দেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক
সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে ইচ্ছুক তুরস্ক। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে তিন
বিলিয়ন
আমেরিকান ডলারের বাণিজ্য করার আশা প্রকাশ করেন তুরস্কের প্রধানমন্ত্রী
তায়্যেপ।
দু’দেশের
প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকেই সমরাস্ত্র তৈরির কারখানার প্রস্তাব দেন তায়্যেপ।
তিনি বলেন, “সমরাস্ত্র
তৈরির ক্ষেত্রে তুরস্কের একটি বিশেষ অবস্থান রয়েছে বিশ্বের কাছে। তাই বাংলাদেশে এ
ধরনের কারখানা স্থাপন করতে তুরস্ক সাহায্য করতে পারে।”
তিনি বলেন, ‘‘সমরাস্ত্র কারখানা তৈরির জন্য অবকাঠামো ও কৌশলগত বিষয়ে
তুরস্কের বিশেষজ্ঞরা বাংলাদেশে কাজ করবে।’’
শুধু সমরাস্ত্র নয় যৌথভাবে বিদ্যুৎ উৎপাদনের কথাও বললেন
তিনি। তিনি বলেন, “ভৌগোলিক
অবস্থানগত দিক থেকে আমরা এক দেশ থেকে অন্য দেশ অনেক দূরে। কিন্তু বন্ধুত্ব ও
ভাতৃত্বের সম্পর্কের দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি।”
ভ্যান প্রদেশে ভূমিকম্পের সময় বাংলাদেশের পাঠানো ১০ লাখ
আমেরিকান ডলারের কথা উল্লেখ করে বলেন, ‘‘বন্ধু না হলে কেউ দুঃসময়ে পাশে দাঁড়ায় না।’’
তিনি তারও তার দেশের পক্ষ থেকে বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ
জানান। তিনি এও বলেন, ‘‘আমাদের
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের যে সমর্থন ছিল তা ভুলবার নয়।”
তায়্যেপ প্রতিশ্রুতি দেন খুব শিগগিরই বাংলাদেশে সমরাস্ত্রের
কারখানা ও বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধির কাজ শুরু করবে তার দেশ।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার দেশ সবসময় আপনাদের পাশে থাকবে যেমনটি আপনারা আমাদের পাশে রয়েছেন।
সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন, তুরস্ক।
No comments:
Post a Comment