Wednesday, April 4, 2012

হত্যাকাণ্ড তদন্তেঃ সৌদি আরবের তদন্ত দল আসছে



প্রতিদিন ২৪ ডেস্ক
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড তদন্তে সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের একটি দল মঙ্গলবার আসছে 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. নজরুল ইসলাম সোমবার বলেন, “আগামীকালই সৌদি আরবের তদন্ত দল আসছে 
গত ৫ মার্চ রাতে সৌদি নাগরিক এবং ঢাকায় সে দেশের দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হনপরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ কিংবা এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ 
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানানসৌদি আরবের পাঠানো তদন্ত দলে সে দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট জন সদস্য থাকবেন। তারা তিন থেকে চার দিন ঢাকায় অবস্থান করবেন। সৌদি তদন্ত দলটি বাংলাদেশে এই হত্যাকাণ্ড তদন্তে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন 
খালাফ হত্যা তদন্তে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সহায়তা ঢাকার পক্ষ থেকে চাওয়া হয়নি। তবে সৌদি আরব তদন্তে তাদের আগ্রহ বাংলাদেশকে জানায়। তাতে সম্মত হয় বাংলাদেশও 
কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি আরব সফরে গিয়েও এ নিয়ে আলোচনা করেন 
দীপু মনি তখন বলেছিলেন, “তাদের (সৌদি) জানানো হয়েছেতারা আসতে চাইলে স্বাগত জানানো হবে। আমাদের মূল লক্ষ্য খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা 
খালাফের ময়নাতদন্তে দেখা গেছেবুকে একটি গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে 
এই হত্যাকাণ্ড নিয়ে গুলশান থানায় অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছে পুলিশ

No comments:

Post a Comment