Thursday, April 12, 2012

র‌্যাবের সঙ্গে আবারও ‘বন্দুকযুদ্ধ’, রাজধানীতে যুবক নিহত

র‌্যাবের সঙ্গে আবারও ছিনতাইকারীর ‘বন্ধকযুদ্ধ’ হয়েছে। নিহত হয়েছে এক যুবক। রাজধানীর পান্থপথে র‌্যাবের সঙ্গে এ যুদ্ধে যে নিহত হয়েছেন, তাকে গাড়ি ও মোটর সাইকেলে ছিনতাই চক্রের ‘হোতা’ বলে দাবি করেছে র‌্যাব। নিহতের নাম তুষার মাসুদ (৩২)। আজ ভোরে গ্রীনরোড চৌরাস্তায় তিনি নিহত হন। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক সাইফুল
করিম সাইফ জানান, একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হওয়ায় র‌্যাবের একটি টহল দল চালককে থামার সংকেত দেয়।  গাড়ি থামানোর জন্য গতি কমিয়েও হঠাৎ গাতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চৈষ্টা করে চালক। র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটির পিছু নিলে গাড়িটি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ এভাবে চলার পর গাড়িটি থেমে যায়। সাইফুলের দাবি, গোলাগুলির পর মাইক্রোবাসের ভেতরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পান র‌্যাব সদস্যরা। সঙ্গে পাওয়া যায় তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও দুটি মোবাইল ফোন সেট। মোবাইল ফোনের কললিস্ট ধরে কয়েকজনকে ফোন করার পর একজন নারী ফোন ধরে বলেন এটা তার স্বামীর নম্বর, নাম তুষার মাসুদ। উপ-অধিনায়ক বলেন, তুষার মাসুদ ঢাকা মহানগর এলাকায় গাড়ি ও মোটর সাইকেল ছিনতাইকারীদের একটি চক্রের প্রধান। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment