ট্রাইব্যুনালের অবমাননার দায়ে দৈনিক
সংগ্রাম পত্রিকার সম্পাদক,প্রকাশক, রিপোর্টার ও ফেনী জেলার ১১
আইনজীবীদের বিষয়ে আদেশ আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আদেশের দিন
সবাইকে ট্রাইব্যুনালে উপস্থিত থাকারও নির্দেশ দেয়া হয়।
সোমবার
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে
তিন সদস্যের
ট্রাইব্যুনালে আদেশের জন্য এ দিন ধার্য করেন।
দৈনিক
সংগ্রাম পত্রিকার সম্পাদক, প্রকাশক ,রিপোর্টার ও ফেনী জেলা আইনজীবীদের
পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জেয়াদ আল মালুম শুনানি করেন।
শুনানিতে
জয়নাল আবেদীন বলেন, ‘‘দৈনিক সংগ্রামে প্রকাশিত প্রতিবেদনটি
ফেনী জেলার আইনজীবীদের নয়। তারা এমন ধরনের কোনো বক্তব্য পত্রিকায় পাঠাননি। তাদের
নাম ব্যবহার করে কে বা কারা এ ধরনের বক্তৃতা পাঠিয়েছেন। ’’
রিপোর্টারের
বিষয়ে বলেন, ‘‘রিপোর্টারের ই-মেইল ব্যবহার হয়েছে, যা তিনি জানাতেন না।’’
জয়নুল
আবেদীন বলেন, ‘‘প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সম্পাদক
বিষয়টি জানতে পেরে সাথে সাথে প্রতিবাদের সংশোধনী প্রকাশ করেছেন।’’
তারপরও এ সব
ভুলের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।
এ সময় আদালত
প্রসিকিউশনের বক্তব্য শুনে বিষয়টির আদেশের জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে
দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল আসাদ, ফেনী প্রতিনিধি আব্দুর রহিম
ও ফেনী বারের ১০জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
প্রকাশিত
প্রতিবেদনে উল্লেখিত ১২ জন আইনজীবীদের মধ্যে দুইজনের কোনো পরিচয় পাওয়া যায়নি।
শুনানিতে
জয়নুল আবেদীন বলেন, ‘‘ফেনী বারে মো.হাসান ও এমদাদুল হক
নামে কোনো আইনজীবী নেই।’’
আদালতে
উপস্থিত ১০ আইনজীবী হলেন-নুর উল ইসলাম বাচ্চু, মোতাছাম বিল্লাহ, গোলাম
সরওয়ার, কামাল উদ্দিন মজুমদার, মো.
সফিউল আলম, মো. বেলায়েত হোসেন, আমিরুল
হক ভুট্টু, মো. মঈন উদ্দিন, আব্দুল
কাইয়ুম ভূঁইয়া।
No comments:
Post a Comment