Sunday, April 8, 2012

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা


প্রতিদিন ২৪ ডেস্ক
Khaleda Zia_2.jpg (300×434)9 April: নাইকো দুর্নীতির বিষয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো
মামলাটি নতুন করে উজ্জীবন না করে নতুন এ মামলার সিদ্ধান্ত এসেছে সরকারের উচ্চমহল থেকে।

অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত নাইকো মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এটর্নি জেনারেলকে চিঠিও লেখা হয়েছে।

সূত্র জানায়, রয়াল কানাডিয়ান পুলিশের কাছ থেকে চাহিদাকৃত যাবতীয় তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার সঙ্গে কমিশনের বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা পুনরায় জাগিয়ে তোলা না নতুন মামলা তার সিদ্ধান্ত হয়।

কানাডা পুলিশের কাছ থেকে যেসব তথ্য-উপাত্ত দুদকে এসেছে সেসবের মধ্যে রয়েছে দুর্নীতি সংক্রান্ত তাদের প্রতিবেদন, এ সংক্রান্ত নাইকোর স্বীকারোক্তি, জরিমানা পরিশোধের কাগজপত্র, আদালতে দাখিলকৃত কানাডা সরকারের আরজি এবং সে দেশের আদালতের সার্টিফায়েড কপিসহ অন্যান্য কাগজপত্র।

দুদক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিলোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলাম এবং নাইকো রিসোর্সেসের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে নাইকো মামলা দায়ের করা হয়।

No comments:

Post a Comment